রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় সরকারিভাবে আম পাড়ার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি গ্রামের বেল্লাল হোসেনের বাগানে গোবিন্দ ভোগ আম পেড়ে এর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ।

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেনের সভাপতিত্বে আম ভাঙার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহম্মেদ। বক্তব্য দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাজুল ইসলাম, হাসান হাবিব নিশান, প্রণয় কুমার বিশ্বাস, কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার, আম চাষী কমলেশ সরদার, ব্যবসায়ি বেল্লাল হোসেন, আব্দুল মোমিন প্রমুখ।

জেলা প্রশাসক বলেন, শুধু গলদা চিংড়ি, বাগদা চিংড়ি ও কাঁকড়া নয়, সাতক্ষীরা আমের জন্যও দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে। আমের গুণগত মান ভাল রাখার জন্য সরকারিভাবে গোবিন্দভোগ-গোপাল ভোগ ৫ মে, ২০ মে হিমসাগর, ২৭ মে ন্যাংড়া ও ৫ জুন আম্রপালি আম ভাঙার দিন নির্ধারণ করা হয়েছে। সাতক্ষীরার হিমসাগর আমের বেশ চাহিদা রয়েছে। আমের বাজার বাড়ানো, আম চাষীদের সরকারি সহায়তা প্রদান ও সাতক্ষীরায় আম সংরক্ষণে হিমাগার তৈরির ব্যাপারে তিনি উদ্যোগ নেবেন।
চাষীরা বলেন, জেলার বিভিন্ন উপজেলা থেকে সকাল থেকেই পাইকাররা আম সংগ্রহ শুরু করেছেন। বাজারে চাহিদা ও দাম দুটোই ভালো।

প্রসঙ্গত, এবার জেলায় ৪ হাজার ১৩৫ হেক্টর জমির ৫০০০ আম বাগানে ৭০ হাজার হেক্টর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কমপক্ষে ৫হাজার মেট্রিক টণ আমের গুণগত মান রক্ষায় আম পাওয়ার জন্য গত ৩০ এপ্রিল বাজারজাতকরণের সময় সূচি ঘোষণা করা হয়েছে।

(আরকে/এসপি/মে ০৫, ২০২৫)