স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে কর্মবিরতি পালন করেছে সংগঠনের জেলা শাখা। 

আজ সোমবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টাব্যাপী এই শান্তিপূর্ণ কর্মবিরতিতে বিচার বিভাগের সহায়ক কর্মচারীদের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয় গঠন এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানের দাবি জানানো হয়।

যশোর জেলা শাখার সভাপতি সদর সেরেস্তাদার মোনায়েম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম থেকে ৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম থেকে ১২তম গ্রেডভুক্ত করা এবং ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নেরও দাবি জানান।

কর্মসূচিতে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন এর যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ আলম, সিনিয়র সহ সভাপতি বিপ্লব আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম শফিউল ইসলামসহ জেলা জজ কোর্টের বিপুল সংখ্যক কর্মচারী অংশ নেন।

বক্তারা এই বৈষম্য দূর করে বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি এবং অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার জোর দাবি জানান।

কর্মসূচির সভাপতি মোনায়েম কবির বলেন, আমরা দীর্ঘদিন ধরে আমাদের ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করে আসছি। আশা করি সরকার আমাদের দাবিগুলো বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেবে।

সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, আমাদের কর্মবিরতি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে এবং আমরা বিশ্বাস করি আমাদের যৌক্তিক দাবিগুলো আদায় হবে।

উল্লেখ্য, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী বিচার বিভাগীয় কর্মচারীরা একই দাবিতে কর্মবিরতি পালন করছেন। তাদের এই কর্মসূচি বিচার বিভাগে স্বাভাবিক কার্যক্রমের উপর সাময়িক প্রভাব ফেলেছে।

(এসএ/এসপি/মে ০৫, ২০২৫)