ববিতে ভিসির অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণে একদফা দাবিতে আড়াই ঘন্টা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
সোমবার (৫ মে) বেলা এগারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভ করেন।
শিক্ষার্থীরা উপাচার্যের বিরুদ্ধে ফ্যাসিস্ট শিক্ষকদের পুনর্বাসন, শিক্ষার্থীদের ২২টি দাবি বাস্তবায়ন না হওয়া, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দেওয়ার প্রতিবাদ জানিয়ে তার অপসারণ দাবি করেন। অবিলম্বে উপাচার্যকে অপসারণ না করা হলে বিশ্ববিদ্যালয়সহ গোটা দক্ষিণাঞ্চল শাটডাউন করে দেয়ারও হুশিয়ারী দিয়েছেন শিক্ষার্থীরা। এছাড়া ক্যান্সার আক্রান্ত ববি শিক্ষার্থী জেবুন্নেছা হক জিমি উপাচার্যের কাছে সহায়তা চেয়েও না পেয়ে বিনাচিকিৎসা মৃত্যুর ঘটনা তুলে তীব্র প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। এক দফার আন্দোলনে ববি সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা সংহতি প্রকাশ করেছেন।
শিক্ষার্থীরা বলেন, বর্তমান উপাচার্য দায়িত্ব নেওয়ার পর থেকে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে ফ্যাসিস্ট শিক্ষকদের পুনর্বাসন করে চলেছেন। পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে যৌক্তিক আন্দোলনে করে আসছেন তিনি (ভিসি) তাদের কারও কথার কর্ণপাত করেননি। তাই বিশ্ববিদ্যালয়ের মতো গণতান্ত্রিক পরিষদে ভিসির মতো স্বৈরাচারী লোক থাকার যোগ্যতা হারিয়েছেন। যদি অবিলম্বে এ স্বৈরাচার উপাচার্যকে অপসারণ না করা হয় তবে বিশ্ববিদ্যালয়সহ গোটা দক্ষিণবঙ্গ শাটডাউন করে দেওয়া হবে বলেও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উল্লেখ করেন।
(টিবি/এসপি/মে ০৫, ২০২৫)