বোয়ালমারীতে গলায় ফাঁস দিয়ে শ্রমিকের আত্মহত্যা

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গলায় ফাঁস দিয়ে এক শ্রমিক আত্মহত্যা করেছেন। মৃত ব্যক্তির নাম মো. মফিজুর রহমান শেখ (৫৫)। তিনি উপজেলার ময়না ইউনিয়নের হাটময়না পূর্বপাড়া গ্রামের মৃত গোলাম শেখের ছেলে। পেশায় তিনি স্যানিটারি রিং-স্লাব বসানোর খনন কাজের শ্রমিক।
পারিবারিক সূত্রে জানা গেছে, মফিজুর রহমান দীর্ঘদিন ধরে মাজার হাড়ক্ষয়জনিত রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। সংসারে অভাব-অনটন ও চিকিৎসার খরচ চালাতে না পারায় স্ত্রী’র সঙ্গে মনোমালিন্যের একপর্যায়ে অভিমানে আত্মহত্যার পথ বেছে নেন তিনি।
সোমবার (৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে পরিবারের অজান্তে নিজ ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন তিনি। ওই সময় তার স্ত্রী ফুলজান বেগম পাশে প্রতিবেশীর বাড়িতে ধান শুকাচ্ছিল। বাড়ি ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে ঘরে ঢুকে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। স্থানীয়রা দ্রুত রশি কেটে তাকে নামান, ততক্ষণে তিনি মারা গেছেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের হয়েছে।”
(কেএফ/এসপি/মে ০৫, ২০২৫)