রিপন মারমা, রাঙ্গামাটি : বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় কাপ্তাইয়ে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করা হয়েছে। 

আজ সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই বইমেলার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন এ বইমেলা চলবে আগামী ৮ মে পর্যন্ত।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডিজিটাল প্লাটফর্মে কোন কিছু পড়া আর বইয়ের পাতা উল্টিয়ে পড়ার মধ্যে যে আনন্দ বা স্বাদ সেটি প্রকৃত পাঠকরাই অনুধাবন করতে পারবে। তাই পাঠকদের অনুরোধ জানাবো ৪ দিনের এই ভ্রাম্যমান বইমেলায় সপরিবারে এসে বই পড়ে প্রকৃত পাঠক হিসেবে বই পড়ার গুরুত্ব বাড়াতে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং বিশ্বসাহিত্য কেন্দ্র কতৃক বাস্তবায়িত ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ মোঃ কামরুজ্জামান এর ব্যবস্থাপনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা বরুণ কান্তি চাকমা, উপ- প্রশাসনিক কর্মকর্তা (অফিস সুপার) মোঃ আলাউদ্দিন, উপ- প্রশাসনিক কর্মকর্তা ক্যউচিংহ্লা মারমা সহ আরো অনেকে।
বই মেলায় দেশি-বিদেশি বিভিন্ন লেখকের প্রায় দশ হাজার বই রয়েছে।

বইমেলায় আরো থাকবে দেশী বিদেশী লেখকদের বিখ্যাত উপন্যাস, গল্পের বই, রম্য রচনা, ভ্রমন কাহিনী, কবিতার বই, প্রবন্ধের বই, নাটকের বই, জীবনীগ্রন্থ থেকে শুরু করে ধর্ম, দর্শন, বিজ্ঞান, সায়েন্স ফিকশন, ভৌতিক উপন্যাস, রূপকথা, অনুবাদ গ্রন্থ, ইতিহাস, সমাজ তত্ত্ব, স্বাস্থ্য- চিকিৎসা, রান্না ও বিয়াম বিষয়ক, কম্পিউটার, ভাষা শেখার বইসহ সব ধরনের বই।

আগামীকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় দিকে এ চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হবে। চিত্র অঙ্কন প্রতিযোগিতার বিষয় থাকবে ক গ্রুপ যেমন খুশি তেমন(প্লে থেকে প্রথম শ্রেণী), খ গ্রুপ গ্রামের দৃশ্য (দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণী), গ গ্রুপ বিশেষ জাতীয় দিবস /পরিবেশ ও প্রকৃতি (পঞ্চম থেকে সপ্তম শ্রেণী) ,ঘ গ্রুপ স্থানীয় ইতিহাস ঐতিহ্য (অষ্টম থেকে উন্মুক্ত)। ঙ) আবৃতি (৮ম থেকে ১০ম শ্রেণী)।

বই মেলায় প্রতিদিন দুপুর ২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত দর্শক-ক্রেতাদের জন্য বইমেলা উন্মুক্ত থাকবে।

(আরএম/এসপি/মে ০৫, ২০২৫)