সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সেলিমাবাদ ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্র বহাল রেখে পরীক্ষা দেয়ার দাবিতে শিক্ষার্থীরা এক ঘণ্টা সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন। 

আজ সোমবার সকালে মোরেলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহাসড়কের দৈবজ্ঞহাটী বাজারে সেলিমাবাদ ডিগ্রী কলেজের পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।

কর্মসূচি চলাকালে সড়ক আবরোধ করে সেলিমাবাদ ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা বলেন, ১৯৯৩ সাল থেকে সেলিমাবাদ ডিগ্রী কলেজ কেন্দ্রের অধিন দৈবজ্ঞহাটী বিশেশ্বর মাধ্যমিক বিদ্যালয় ও দৈবজ্ঞহাটী বালিকা বিদ্যালয় কেন্দ্রে এলাকার ৪টি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে আসছেন। এ বছর হঠাৎ করে যশোর বোর্ড কর্তৃক ঘোষিত নিজ কেন্দ্রের ভেন্যুতে পরীক্ষা দেয়া যাবে না জানিয়ে ২০ কিলোমিটার দূরাত্বে কচুয়া উপজেলার পরিক্ষা কেন্দ্রে পরীক্ষার নির্দেশনা প্রদান করেন। শিক্ষার্থীরা যশোর বোর্ড কর্তৃক এ নির্দেশনা প্রত্যাহারসহ নিজ ভেন্যুতে পরীক্ষা বহাল রাখার জন্য কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধনে এ সময় বক্তৃতা করেন এইচএসসি পরীক্ষার্থী ও শিক্ষার্থী তুহিন শেখ, সাদিয়া আক্তার, নিদিন আক্তার, লাব্বাইক হাওলাদার, শাকিল শেখ, রাহাতুল ইসলাম বীরসহ অন্যরা।

(এস/এসপি/মে ০৫, ২০২৫)