রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি আটক

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের কাছে ১৫০ পুরিয়া হেরোইনসহ মমতাজ বেগম (৩৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
সোমবার (৬ মে) দুপুরে এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।
আটক মমতাজ বেগম ঢাকার আশুলিয়ার এনায়েতপুর বাশবাড়িয়া এলাকার মো. শামছুল আলম ওরফে খোকনের স্ত্রী।
গোয়ালন্দ থানা পুলিশের সূত্রে জানা যায়, গত রবিবার (৫ মে) বিকেল ৫টার দিকে এসআই সোহানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল দৌলতদিয়া ৪নং ফেরিঘাটের পল্টনে ওঠার রাস্তায় অভিযান চালিয়ে ১৫০ পুরিয়া হেরোইনসহ তাকে গ্রেপ্তার করে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম আরও জানান, গ্রেপ্তারকৃত মমতাজ বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে রাজবাড়ীর আদালতে সোপর্দ করা হয়েছে।
(একে/এসপি/মে ০৫, ২০২৫)
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের কাছে ১৫০ পুরিয়া হেরোইনসহ মমতাজ বেগম (৩৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।