ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ও গান্না ইউনিয়নের ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পশ্চিম বিষয়খালী ও ভবানীপুর গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পশ্চিম বিষয়খালী গ্রামের শাহাজ্জেল হোসেনের ছেলে মিরাজুল ইসলাম (২৫) ও ভবানীপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে অলিয়ার রহমান (৫০)।

স্বজনরা জানায়, সকালে মাঠে ধান বাঁধতে যান মিরাজুল। এসময় আকস্মিক বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে অন্যরা নিরাপদ স্থানে আশ্রয় নিলেও বজ্রপাতের কবলে পড়েন মিরাজুল। পরে আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

অপরদিকে নিহত অলিয়ার রহমানের স্বজনরা জানান, সকালে মাঠে ধান গোছানোর জন্য বাড়ি থেকে বের হন অলিয়ার। দুপুরে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে গুরুতর আহত হন তিনি।

এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক খালিদ হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, বজ্রপাতে আহত দুই কৃষক হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। মরদেহ দুটি সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন তথ্য নিশ্চিত করে জানান, বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

(এসআই/এসপি/মে ০৬, ২০২৫)