ফুলপুরে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালিত

শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফুলপুর উপজেলা শাখার আয়োজনে জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে বর্ণাঢ্য র্যালিটি পৌরসভার গোলচত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে সংগঠনের উপজেলা কার্যালয়ে (আমুয়াকান্দা বাজার) আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, সংগঠনের ফুলপুর শাখার সভাপতি মিজানুর রহমান আকন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক খলিলুর রহমান, ছিদ্দিকুল হাসান, মোস্তফা খান প্রমুখ।
সংগঠনের সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান রনি, যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদুল হক ইমন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রাজন, সম্মানিত সদস্য মাহমুদুল হাসান রেজা, বিল্লাল হোসেন, মাহেদী হাসান শান্ত প্রমুখ।
(এসআই/এসপি/মে ০৬, ২০২৫)