দিনাজপুর বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান
শাহ্ আলম শাহী, দিনাজপুর : বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ দিনাজপুর কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। আজ বুধবার দুপুর দুইটার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
দুদকের সহকারী পরিচালক খায়রুল বাশার গণমাধ্যম কর্মীদের এ সময় জানায়, লাইসেন্স প্রদান, লাইসেন্স নবায়ন সহ বিভিন্ন অভিযোগ রয়েছে দিনাজপুর বিআরটিএ কর্তৃপক্ষের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হচ্ছে। আশেপাশে বিভিন্ন কম্পিউটারের দোকানে অনলাইনের মাধ্যমে প্রতারণার শিকার হচ্ছে সেবা গ্রহীতারা বলেও অভিযোগ রয়েছে।
এ সময় মটরযান পরিদর্শক মোঃ জয়নাল আবেদীন ও মোঃ শফিকুল ইসলামকে ব্যাপক জিজ্ঞাসা করেন দুর্নীতি দমন কমিশনের দলটি। সেই সাথে অন্তত চারজন বহিরাগত কম্পিউটার অপারেটর অপারেটরকে জিজ্ঞাসা করে দুদক।
তবে অভিযানের সময় অফিসে অনুপস্থিত ছিলেন বিআরটিএ দিনাজপুর সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার এ টি এম ময়নুল হাসান। তবে, দুদকের অভিযান টের পেয়ে দালালেরা চম্পট দিতে সক্ষম হয়।
(এসএস/এসপি/মে ০৭, ২০২৫)