বিজিবির অভিযান
সাতক্ষীরায় ১৫০ ক্যারেট ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত আম আটক
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত এক ট্রাক ভর্তি ১৫০ ক্যারেট আম জব্দ করেছে বিজিবি। গত সোমবার দুপুরের দিকে সাতক্ষীরার পুরাতন থানা এলাকা থেকে ট্রাকসহ এ আম আটক করা হয়।
সাতক্ষীরা বিজিবি’র ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক জানান, বিষাক্ত রাসায়নিক মিশ্রিত বিপুল পরিমান আম বিক্রির জন্য সাতক্ষীরা থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে মর্মে হাবিলদার মোঃ মাহামুদুল হাসান খবর পান। সে অনুযায়ি সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুমের নেতৃত্বে বিজিবি সাতক্ষীরার পুরাতন থানা এলাকায় সোমবার দুপুর দুটোর দিকে অভিযান চালায়। আটক করা হয় দুটি ট্রাকভর্তি আম।
এ সময় নির্বাহী ম্যােিজষ্ট্রট প্রণয় বিশ্বাস, খামারবাড়ির উপসহকাারি কৃষি কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানের উপস্থিতিতে পরীক্ষা নিরীক্ষা করে একটি ট্রাকের আম ভেজালমুক্ত প্রমাণিত হওয়ায় ছেড়ে দেয়া হয়। অপর ট্রাকে ১৫০ টি ক্যারেটে থাকা আমে বিষাক্ত রাসায়নিক থাকায় তা জব্দ করা হয়। আমের পরিমান তিন হাজার ৭৫০ কেজি। যার বাজার মূল্য আনুমানিক সাত লাখ ৫০ হাজার টাকা। আম এ ক্ষতিকর রাসায়নিক মেশানোর অভিযোগে যশোর জেলার মনিরামপুর উপজেলার সুন্দরপুর গ্রামের স্বপন মিঞাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আটককৃত আম রোলার দিয়ে ধ্বংস করা হয়।
(আরকে/এসপি/মে ০৭, ২০২৫)
