দিলীপ চন্দ, ফরিদপুর : বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড এর উদ্যোগে সৎ, সততা ও কর্মদক্ষতায় বিশেষ ভুমিকা রাখায় ফরিদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মাহবুব হোসেন পিয়ালকে সম্মাননা প্রদান করা হয়েছে। 

আজ বুধবার সকালে ফরিদপুর শহরের বাখুন্ডা বাজার খন্দকার বাড়ি জামে মসজিদে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্টানে সাংবাদিক মাহবুব হোসেন পিয়ালকে এই সম্মাননা প্রদান করা হয়।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড কেন্দ্রীয় সমন্বয় কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম হোসেন মৃধা সাংবাদিক মাহবুব হোসেন পিয়ালের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড ফরিদপুর জেলা শাখার সভাপতি হাফেজ আব্দুস ছালাম এর সভাপতিত্বে অনুষ্টানে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড ঢাকা বিভাগীয় অর্থ সম্পাদক খন্দকার ওয়াহিদুজ্জামান, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা সৈয়দ শামসুল হক, জাতীয় শিক্ষা ফোরাম ফরিদপুর জেলা শাখার সভাপতি ডাঃ মাওলানা আবু জাফরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড কেন্দ্রীয় পরীক্ষার মেধা তালিকায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

(ডিসি/এসপি/মে ০৭, ২০২৫)