একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী জেলার পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো: রফিকুল ইসলাম ও পাট্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আকিদুল বিশ্বাস সহ পাট্টা ইউনিয়ন ও তৎসংলগ্ন ইউনিয়নের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের নামে প্রশ্নবিদ্ধ হত্যা মামলায় ষড়যন্ত্র মূলক ভাবে জড়ানো ও অত্র এলাকায় স্থানীয় বিএনপি'র নেতৃবৃন্দের বাড়িঘর লুটপাট, ভাঙচুর- অগ্নিসংযোগ করায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার সকালে পাংশা পৌর শহরের কালীবাড়ি মোড়ে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন পর্যায়ের ৪ থেকে ৫ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে।

পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খানের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, সদস্য সচিব কামরুল আলম, পাংশা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম (আকুল), যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম (মিষ্টি), পৌর বিএনপির সাধারণ সম্পাদক রইস উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসেন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলী খান, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, জেলা জিয়াউর রহমান কল্যাণ সংস্থার আহবায়ক কুদ্দুস ভেন্ডার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বিএনপির নেতাকর্মীদের ঘায়েল করতে আওয়ামী লীগের দুই গ্রুপের কোন্দলে নিহত যুবলীগ কর্মী রাশিদুল ইসলামের মৃত্যু কে অন্য খাতে প্রবাহিত করতে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দিয়েছে। দীর্ঘদিন ১৭ বছর বিএনপির যেসব নেতারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে থেকে আরাম আয়েশে কাটিয়েছে তারাই যুবলীগ কর্মীকে যুবদল কর্মী সাজিয়ে মামলা বাণিজ্য চালাচ্ছে।

বক্তারা পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আপনারা সঠিক তদন্ত করেন যারা হত্যার সাথে জড়িত তাদের নামে মামলা দেন। আমরা আপনাদের আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করবো।

(একে/এসপি/মে ০৭, ২০২৫)