আঞ্চলিক প্রতবনিধি, বরিশাল : সরকারি খাল দখল করে পাকা স্থাপনা নির্মান করে আসছিলেন কলেজ শিক্ষক কামাল হোসেন। খবর পেয়ে খাল দখলে বাধা প্রদান করেন উপজেলা প্রশাসন। এরপর কয়েকদিন কাজ বন্ধ রাখলেও পূনরায় খাল দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ শুরু করা হয়েছে। এতে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী বাজারের।

আজ বুধবার বিকেলে সরেজমিনে বাজারের একাধিক ব্যবসায়ীরা জানান, গত তিনমাস পূর্বে সরকারি খাল দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মান কাজ শুরু করেছিলেন স্থানীয় বাসিন্দা কলেজ শিক্ষক কামাল হোসেন। ওইসময় উপজেলা প্রশাসন খাল দখলে বাঁধা প্রদান করায় নির্মান কাজ বন্ধ ছিলো। তারা আরও জানান, গত কয়েকদিন থেকে অব্যাহতভাবে খাল দখল করে নির্মান কাজ চালিয়ে আসছে কামাল।

তবে খাল দখলের অভিযোগ অস্বীকার করে কলেজ শিক্ষক কামাল হোসেন বলেন, আমার নিজস্ব জমিতে স্থাপনা নির্মান কাজ শুরু করেছি। তবে উপজেলা প্রশাসনের কাজ বন্ধ করে দেওয়ার ব্যাপারে তিনি কোন সদূত্তর দিতে পারেননি। নলচিড়া ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. আব্বাস আলী বলেন, আমাদের বাঁধা উপেক্ষা করে স্থানীয় প্রভাবশালী ওই ব্যক্তি খাল দখল করে নির্মান কাজ চালিয়ে আসছে। বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন বলেন, সরকারি স্বার্থ রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। খাল দখল করে কাউকে পাকা স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না। তবে ব্যক্তি মালিকানা জমিতে স্থাপনা নির্মাণ করলে সেক্ষেত্রে আমাদের কোন বাধা নেই। বিষয়টি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

(টিবি/এসপি/মে ০৭, ২০২৫)