বিনোদন ডেস্ক : সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে বুধবার (৭ মে) রাতে পাকিস্তানে বিমান হামলা ‘সিঁদুর’ চালিয়েছে ভারত। এ ঘটনায় স্বাভাবিকভাবেই দুই দেশের মধ্যে বিরাজ করছে উত্তেজনা।

যা ভারত-পাকিস্তান দুই দেশের সাধারণ মানুষের মতো প্রভাব ফেলেছে বিনোদন অঙ্গনের তারকাদের মনেও।

বলিউড তারকাদের অনেকেই পাকিস্তানে চালানো ভারতের এই হামলাকে সমর্থন দিয়েছেন। কিন্তু কলকাতার সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে এলো ভিন্ন সুর।

ভারতের এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে উদ্বেগ প্রকাশ করে নচিকেতা বলেন, একটাই কারণে আমি যুদ্ধ নিয়ে আতঙ্কিত। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষ, আপনি-আমি।

স্পষ্টবাদী নচিকেতার দাবি, পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, যত হিংসা ছড়িয়েছে সব ক’টির নেপথ্যে বাণিজ্যিক স্বার্থ রয়েছে। সব যুদ্ধ স্পন্সর করা! আমি প্রমাণ করে দেবো। এগুলো যুদ্ধের হিড়িক। এক শ্রেণি এর থেকে লাভবান হচ্ছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের উদাহারণ টেনে এই গায়ক বলেন, মনে রাখবেন, রকফেলারদের তেল প্রস্তুতকারী সংস্থা সেই সময় জার্মানি এবং ইতালি, দুই দেশকেই পেট্রোল সরবরাহ করেছিল। এই সরবরাহ নিয়ে বিতর্ক রয়েছে। কিছু ঐতিহাসিক মনে করেন, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। কিছু ঐতিহাসিকের মতে, এটি শুধুই ব্যবসা।

প্রাচীন ইতিহাস থেকেই নচিকেতার উপলব্ধি, যুদ্ধ মানেই মুনাফার খেলা। সেটা কাদের মুনাফা, সেটা বুদ্ধিমানদের সহজেই বুঝে যাওয়ার কথা।

(ওএস/এএস/মে ০৮, ২০২৫)