কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের চাপায় কিশোরের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের চাপায় মাহির (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে৷
বুধবার (০৭ মে) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কুমারগাড়া মোড়ের ব্রিটিশ আমেরিকান টোবাকোর সামনে এ দুর্ঘটনা ঘটে৷
নিহত মাহির শহরের চৌড়হাস কুঠিপাড়া এলাকার ইব্রাহিম খলিলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাহির রাস্তা পারাপার হচ্ছিল এসময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়৷ পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস ও থানা পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়৷
তবে ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ায় তা আটক করা সম্ভব হয়নি।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, ঘটনাস্থলে থেকে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।
(এমএজে/এএস/মে ০৮, ২০২৫)