নড়াইলে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী জখম

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন রায়হান মাহমুদ সাগর (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে। তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত ব্যবসায়ীর মা কুলসুম বেগম বাদী হয়ে বুধবার রাতে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
বুধবার (৭ মে) সকাল ১১ টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত রায়হান মাহমুদ সাগর উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রায়হান মাহমুদ সাগর গণমাধ্যমকর্মীদের নিকট অভিযোগ করে বলেন, উপজেলার ঘাঘা গ্রামের মৃত. তালেব বিশ্বাসের ছেলে মো. ঈমান হোসেনের সাথে বসতবাড়ির জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে এবং বিবাদমান জমিতে আদালত কর্তৃক ১৪৪ ধারায় একটি মামলা চলমান রয়েছে। সম্প্রতি ১৪৪ ধারা অমান্য করে প্রতিপক্ষ ঈমান হোসেনের নেতৃত্বে একদল দূর্বৃত্ত বিবাদমান জমি থেকে গাছ কেটে নিয়ে যায়।
গাছ কাটার খবর পেয়ে সাগর ও তার বাবা-মা ঘটনাস্থলে যান এবং প্রতিপক্ষকে গাছ কাটতে নিষেধ করলে প্রতিপক্ষ ঈমান হোসেনের নেতৃত্বে তার স্ত্রী চায়না বেগমসহ ৪/৫ জনের একদল দূর্বৃত্ত দেশীয় অস্ত্র কাতরা দিয়ে সাগরের ডান পায়ের উরুতে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় দুর্বৃত্তরা সাগরের পিতা-মাতার ওপর হামলা চালিয়ে স্বর্ণ ও নগদ অর্থ ছিনিয়ে নেয়।
গুরুতর আহত সাগরকে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আহত সাগরের মা কুলসুম বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় বুধবার রাতেই একটি মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান মামলা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(আরএম/এএস/মে ০৮, ২০২৫)