ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধ ও দক্ষিণ এশিয়ায় শান্তি কামনায় যশোরে মানববন্ধন

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে বিরাজমান যুদ্ধ পরিস্থিতি বন্ধ এবং দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
আজ বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ নাগরিকরা হাতে হাত ধরে শান্তির বার্তা দেন।
মানববন্ধনে বক্তারা ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার তীব্র নিন্দা জানান এবং উভয় দেশকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে আসার আহ্বান জানান।
তারা বলেন, যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়, বরং তা উভয় দেশের জনগণের জন্য চরম দুর্ভোগ ডেকে আনবে। দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা অপরিহার্য।
মানববন্ধন কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক রাশেদ খান, মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ্, ছাত্র প্রতিনিধি মারুফ হাসান সুকর্ণ এবং যুগ্ম সদস্য সচিব সাদমান বিন কবির সহ সংগঠনের অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা মনে করি যুদ্ধ নয়, শান্তিই একমাত্র পথ। ভারত ও পাকিস্তানের জনগণের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা দক্ষিণ এশিয়ায় একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ দেখতে চাই। ছাত্র সমাজ সব সময় শান্তির পক্ষে। আমরা আশা করি, দুই দেশের সরকার আমাদের এই শান্তির বার্তা গুরুত্বের সাথে বিবেচনা করবে। দক্ষিণ এশিয়ার যুব সমাজ যুদ্ধের বিভীষিকা দেখতে চায় না। আমরা শিক্ষা, উন্নয়ন ও প্রগতির পথে এগিয়ে যেতে চাই। আমরা বিশ্বাস করি, জনমতই সবচেয়ে বড় শক্তি। এই মানববন্ধনের মাধ্যমে আমরা ভারত ও পাকিস্তানের জনগণের কাছে শান্তির বার্তা পৌঁছে দিতে চাই।
মানববন্ধন কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
(এসএ/এসপি/মে ০৮, ২০২৫)