তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মুরগী বহনকারী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকেলের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই পিকআপ ভ্যানের চালক ও আরোহী।

নিহতরা হলেন- ঢাকা দোহারের তানভীর (৪০),বরিশাল উজিরপুরের নাজমুল (৪২) এবং গাড়ীর চালক লাভলু (৪৫)। আহত একজনের নাম ঠিকানা জানাতে পরেনি পুলিশ।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোঃ রকিবুজ্জামন দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের দাসেরহাট নামক স্থানে রাস্তার পাশে গাছের সাথে সজোরে ধাক্কা লাগায়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হয়।এসময় আহত হয় আরো ২ জন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে প্রথমে মুকসুদপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরো ১ জনকে মৃত ঘোষণা করেন। অপর আহতকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওই কর্মকর্তা।

(টিবি/এসপি/মে ০৮, ২০২৫)