বোয়ালমারীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে ইয়াবাসহ লাভলু ওরফে বাবলু মাতুব্বর (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। তিনি উপজেলার ডোবরা (মিলগেট) গ্রামের মৃত মুনসুর মাতুব্বরের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশে শ্যাম নামে এক ব্যক্তির মেহগনি বাগানে মাদক বিক্রির সময় বাবলুকে হাতেনাতে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে পুলিশ ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে আমাদের একটি টিম অভিযান চালিয়ে বাবলুকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে তাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।”
(কেএফ/এসপি/মে ০৮, ২০২৫)