নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : একজন সৎ, দক্ষ, নিরহংকারী, সদা হাস্যজ্জল একজন মানবিক জেলা প্রশাসক যিনি ইতিমধ্যেই  ময়মনসিংহ  জেলার সাধারণ জনগনের  ভালবাসায় স্নিগ্ধ  হয়ে তার সততা, কর্মস্পৃহা, দায়িত্বশীলতা ও জনমানুষের ভালবাসা নিয়ে এগিয়ে চলেছেন অনন্য উচ্চতায়।

একজন প্রশাসনিক উচ্চপদস্থ কর্মকর্তা হয়েও যিনি মানুষের হ্নদয়ে স্থান করে নিয়েছেন এটা তার অন্তরের ভালবাসার বহিঃপ্রকাশ, প্রশাসনিক কর্মকর্তা হয়েও যিনি তার সততা, কর্মদক্ষতা, আন্তরিকতার মাধ্যমে ক্রমস হয়ে উঠেছেন, জেলার সাধারণ নাগরিকদের আইকন।

জেলার অসচ্ছল ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য ও আর্থিক সাহায্য সহায়তা পৌছে দিয়ে মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন।

‌জেলা প্রশাসনের মাধ্যমে জেলায় আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সংস্থার মাধ্যমে সচেতনতা মুলক পরমর্শ প্রদান, মোবাইল কোর্ট পরিচালনাসহ মানবকল্যাণে যাবতীয় কাজই তিনি কঠোর ভাবে মনিটরিং করে থাকেন। সরকারি চাকুরী মানেই এক স্থান থেকে অন্যস্থানে বদলী- তিনিও তার বাহিরে নন, হয়তোবা তিনিও একদিন অন্য জায়গায় গিয়ে তার মেধা ও ভালবাসার মাধ্যমে সেখানকার জনগণকে সেবা দিয়ে আপন মহিমায় তাদের হ্নদয়ে স্থান করে নিবেন, সেখানেও জনতার ভালবাসায় সিক্ত হবেন। এই মহান ব্যাক্তিটি এমনই একজন সৎ, নির্ভিক, কর্মঠ ও দায়িত্বশীল মানুষ। তিনি ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম, এই মানুষটির সম্পর্কে লিখে শেষ করা যাবে না, তিনি ময়মনসিংহ জেলার কর্নধার জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর জেলার প্রত্যান্ত অঞ্চলের মানুষ প্রত্যাশার চেয়েও বেশী পেয়েছেন। জেলাবাসীর কাছ তিনি আস্থা ও ভরসার প্রতীক হিসেবেই রয়ে যাবেন সারা জীবন।

আলাপচারিতায় তিনি এই প্রতিবেদককে বলেন, আমার উপর রাষ্ট্রের অর্পিত দায়িত্ব পালনে আমি শতভাগ শততা, নিষ্ঠা, স্বচ্ছতা এবং আইনানুগ ভাবেই জনগণের কল্যাণে নিয়োজিত রাখি, ভুলে গেলে চলবে না, জনগণ রাষ্ট্রের মালিক।

(এনআরকে/এএস/মে ০৯, ২০২৫)