ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে ফের শুরু হয়েছে মাঝারি তাপপ্রবাহ। সূর্যের জ্বলন্ত রশ্মি যেন টগবগে আগুন। শহর, গ্র্রাম, পথ-ঘাট, সড়ক-মহাসড়ক সবখানেই সূর্যের প্রখরতা। পিচঢালা পথ জ্বলন্ত উনন। তাপমাত্রার কাঁটা তীব্র তাপপ্রবাহ ছুঁই ছুঁই। 

শুক্রবার (৯ মে) ৩৮ দশমিক ৮ ডিগ্রী তাপমাত্রায় ঈশ্বরদীতে তেতে উঠেছে প্রাণিকুলও। বাতাসেও আগুনের ছটা। বাতাসের আদ্রতা ৩৮ শতাংশ। জীবিকার তাগিদে ছুটে চলা এ জীবন যেন ওষ্ঠাগত! এরআগে বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রী।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারি পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, শুক্রবার (৯ মে) তাপমাত্রা ৩৮ দশমিক ৮ ডিগ্রী রেকর্ড হয়েছে। বাতাসের আদ্রতা ছিল ৩৮ শতাংশ। চলমান দাবদাহ আরও বৃদ্ধি পেতে পারে বলে জানান তিনি।

অন্যদিকে অসহনীয় ভ্যাপসা গরমে পরিবর্তন এসেছে মানুষের জীবনযাত্রায়। কাজের তাগিদে বাইরে বেরিয়ে তীব্র গরমে অসহ্য কষ্ট সহ্য করতে হচ্ছে তাঁদের। স্বাভাবিক দিনের তুলনায় শহরে যানবাহন ও মানুষের সংখ্যাও কম।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহেদুল শাহরিয়ার শিশির জানান, গরমে শিশু ও বৃদ্ধরা বেশি রোগাক্রান্ত হচ্ছে। বেশি করে পানি এবং ঠান্ডাজাতীয় পানীয় বিশেষ করে-লেবুর শরবত, ডাবের পানি বেশি করে পান করতে হবে। এ সময় তাপ এড়িয়ে ঠান্ডা স্থানে থাকতে হবে।

(এসকেকে/এসপি/মে ০৯, ২০২৫)