আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : রাজধানর শ্যামপুর এলাকা থেকে বরিশালের হিজলা উপজেলার আলোচিত শরীফ তফাদার হত্যা মামলার পলাতক প্রধান আসামি বাবুল আকনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে সদ্য যোগদানকৃত হিজলা থানার ওসি শেখ মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই নুরুল আমিন বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার শ্যামপুর এলাকায় আত্মগোপনে থাকা হত্যা মামলার অন্যতম আসামি বাবুল আকনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত বাবুল আকন উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ আকনের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গত ২৯ শে মার্চ উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের মেঘনা নদীর পাড়ে পরিকল্পিতভাবে ১০/১২ জন মিলে পিটিয়ে গুরুতর আহত করে শরীফ তফাদারকে। পরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের পর ইতিপূর্বে পুলিশ এজাহারভুক্ত তিনজন আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেন। মামলার পর থেকে প্রধান আসামি বাবুল আকন আত্মগোপনে ছিলো।

(টিবি/এসপি/মে ০৯, ২০২৫)