রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : পাক-ভারত যুদ্ধে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে সাতক্ষীরা সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি। অবৈধ অনুপ্রবেশ রুখতে নজরদারি বাড়ানো হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলায় বিজিবি’র তিনটি ব্যাটালিয়ন রয়েছে। এগুলো হলো, সাতক্ষীরা সদরে ৩৩ বিজিবি ব্যাটালিয়ন, শ্যামনগরের নীলডুমুরে বিজিবি’র ১৭ ব্যাটালিয়ন ও রিভারাইন বিজিবি ব্যাটালিয়ন। সাতক্ষীরা নদী সীমান্ত রয়েছে ১৬৭ কিলোমিটার ও স্থল সীমান্ত রয়েছে ৬৭ কিলোমিটার।

বিজিবি সূত্রে আরো জানা যায়, তলুইগাছা, কুশখালি, কাকডাঙা, লক্ষীদাঁড়ি, ভোমরা, খানজিয়া, ঘোনা, গাজীপুর, পদ্মশাঁখরা, কোমরপুর, বসন্তপুর, দেবহাটা, সুলতানপুর, ভাদিয়ালিসহ সাতক্ষীরা বিজিবি’র ১৫টি ও নীলডুমুর বিজিবি’র ১২টি বিওপি রয়েছে। পাক ভারত যুদ্ধ শুরু হওয়ার পর ২৩৪ কিলোমিটার সীমান্তবর্তী গ্রামবাসির মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিলো। কিন্তু বিজিবি টহল বাড়ানোয় কিছুটা স্বস্তি ফিরেছে সীমান্ত গ্রামবাসির মধ্যে। আগে ৫০০ গজ অন্তর একজন বিজিবি সদস্য দায়িত্ব পালন করতেন ও এখন ৩০০ গজ অন্তর দায়িত্ব পালন করছেন একজন বিজিবি সদস্য।

সাতক্ষীরা বিজিবি’র ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক জানান, সীমান্তে টহল তৎপরতা বাড়ানো হয়েছে। বাড়ানো হয়েঝে গোয়েন্দা তৎপরতা। এসব কাজ করার জন্য বাড়ানো হয়েছে জনবল।

(আরকে/এসপি/মে ০৯, ২০২৫)