আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : রাস্তা পারাপারের সময় বেপরোয়াগতির মোটরসাইকেলের ধাক্কায় আব্দুর রশিদ মোল্লা (৬৩) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত রশিদ বরিশালের গৌরনদী উপজেলার উত্তর পালরদী গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে।

শুক্রবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ আমিনুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত নয়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উত্তর পালরদী এলাকার রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা বেপরোয়াগতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুত্বর আহত হয় বৃদ্ধ রশিদ মোল্লা। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন দিবাগত রাত তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন রশিদ মোল্লা। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলেও উল্লেখ করেন ওসি।

(টিবি/এসপি/মে ০৯, ২০২৫)