আ.লীগ নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ

মো: মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : আওয়ামী লীগকে 'গণহত্যাকারী' অ্যাখ্যা দিয়ে বিচার নিশ্চিত ও নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতা।
আজ শুক্রবার বিকেলে শহরের ইসলামিয়া কলেজ গেটে জড়ো হয়ে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ছাত্র সংগঠনের নেতারা।
এসময় সমাবেশে বক্তারা বলেন, 'অসংখ্য গণহত্যা পরিচালনার পর আওয়ামী লীগের আর বাংলাদেশে রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নেই। অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন করতে হবে। যদি খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, তাহলে শেখ হাসিনাকে যেভাবে টেনে-হিঁচড়ে গদি থেকে নামানো হয়েছে এবং ভারতে পলায়ন করতে হয়েছে এরজন্য প্রস্তুতি গ্রহণ করতে বলে কঠোর হুঁশিয়ার দেন বক্তারা।
এসময় বিক্ষোভ মিছিলে সংগঠনটির নেতারা 'আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, করতে হবে, ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর, ব্যান ব্যান আওয়ামী লীগ, গোলামী না আজাদী? আজাদী আজাদী, 'জুলাইয়ের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার' এমন স্লোগান দেন তারা।
(এমজে/এসপি/মে ০৯, ২০২৫)