ফরিদপুরে যৌথ অভিযানে দুই চাঁদাবাজ হাতেনাতে গ্রেফতার, কারাদণ্ড

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরের মধুখালি উপজেলার কামারখালি বাসস্ট্যান্ডে চাঁদা তোলার সময় মতিয়ার রহমান (৫৭) ও রকিব বিশ্বাস (৬৫) নামের দুই চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে যৌথ বাহিনী।
আজ শুক্রবার ফরিদপুর জেলার মধুখালি উপজেলার কামারখালি বাসস্ট্যান্ডে সেনাবাহিনী, পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযানে ওই দুই চাঁদাবাজকে হাতেনাতে আটক করে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। পরে গ্রেফতারকৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মধুখালি থানায় দন্ডপ্রাপ্ত ওই দুই চাদাবাজকে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন মধুখালি থানায় ওই সময় দায়িত্বরত ডিউটি অফিসার ও থানা পুলিশের সহকারি উপপরিদর্শক (এএসআই) রেবেকা সুলতানা।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক দিন যাবত বাস থেকে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হয়। কিছুদিন ধরে স্থানীয় জনগণের কাছ থেকে এ বিষয়ে বিভিন্ন অভিযোগ আসছিলো যে, ঢাকা ও অন্যান্য এলাকাগুলো থেকে আসা বাসগুলির চালক ও যাত্রীদের কাছ থেকে চাঁদাবাজরা অবৈধভাবে টাকা আদায় করছে। এ অভিযোগের ভিত্তিতে ফরিদপুর সেনাবাহিনী ক্যাম্প বাসস্ট্যান্ডে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং শুক্রবার এ বিষয়ে এক বিশেষ যৌথ অভিযান চালানো হয়। অভিযানে ওই দুই ব্যক্তি চাঁদা তোলা নগদ টাকাসহ হাতেনাতে আটক হলে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করা হয়।
(আরআর/এসপি/মে ০৯, ২০২৫)