মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত সাগরদাঁড়ি পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত জন্মস্থান সাগরদাঁড়ি পরিদর্শন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব (সিনিয়র সচিব) শফিকুল ইসলাম।
আজ শনিবার দুপুরে সরকারি সফর হিসেবে সাগরদাঁড়ির মধুপল্লীতে আগমনের সাথে সাথেই তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে সংযুক্ত সাংবাদিক এস.এস রাশেদুল ইসলাম সফর সঙ্গী হিসেবে ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আজহারুল ইসলাম, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাতুন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
সফরকালে শফিকুল ইসলাম মধুকবির স্মৃতিবিজড়িত বিভিন্ন নিদর্শন ঘুরে দেখেন এবং এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে অবগত হন। তিনি মধুকবির জীবন ও কর্মের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন জানান, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের এই সফর সাগরদাঁড়ির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরার পাশাপাশি এই অঞ্চলের পর্যটন সম্ভাবনা বৃদ্ধিতে সহায়ক হবে।
(এসএ/এসপি/মে ১০, ২০২৫)