বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় পুকুরের পানিতে ডুবে পাপিয়া খাতুন (১০)নামের চতুর্থ শ্রেণীর এক ছাত্রী মারা গেছে। পাপিয়া খাতুন দিগদাইর ইউনিয়নের ফাজিলপুর গ্ৰামের মোঃ পায়েল ইসলাম এর মেয়ে নিকটবর্তী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। 

স্থানীয়রা জানান, গত শুক্রবার দুপুরের কোন এক সময় পাপিয়া খাতুন পরিবারের অজান্তে বাড়ির নিকটবর্তী জৈনক মোঃ মোকলেস আলীর পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। দুপুর থেকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায় পাপিয়াকে না পেয়ে মা অস্থির হয়ে পড়ে। একপর্যায়ে পাপিয়ার মা তার স্বামীকে নিয়ে পাপিয়ার খোঁজে বেড়িয়ে পড়ে। এ বাড়ি ও বাড়ি খুঁজে মেয়ে পাপিয়াকে না পেয়ে কান্নায় ভেঙে পড়ে। সন্ধ্যায় বাড়ির নিকটবর্তী পুকুরের পানিতে পাপিয়ার বাবা সহ আরো প্রতিবেশী মিলে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের মাঝখানে পানির মধ্যে থেকে মৃত অবস্থায় পাপিয়াকে উপরে উঠিয়ে আনে। সে সময়ে পরিবারের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যায় এবং শিশু শিক্ষার্থী পাপিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিলাদুন-নবী জানান, পাপিয়া খাতুন নামের এক শিশু মেয়ে পানিতে ডুবে মারা যাওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

(বিএস/এসপি/মে ১০, ২০২৫)