গোয়ালন্দে ডাকাতির প্রস্তুতিকালে ২টি চাকুসহ গ্রেফতার ৩

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতিরপ্রস্তুতিকালে দুইটি সুইচ গেয়ার চাকুসহ ০৩ জনকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ভোলা জেলার লাল মোহন থানার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরমেদ গ্রামের আলাউদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (২৫), ফরিদপুর জেলার কোতয়ালী থানার গোয়াল টিলা গ্রামের জাফরের ছেলে সুমুন (২২), বরিশাল জেলার উজিরপুর থানার গাজির পাড় গ্রামেন বাবুল বেপারীর ছেলে শুভ বেপারী (২৮)।
আজ শনিবার দুপুরে প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) আমিনুল হক সংগীয় ফোর্স সহউত্তর দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীর সামনে রাজবাড়ী-ঢাকা গামী পাকা রাস্তার উপর থেকে আসামি নাজিম উদ্দিন (২৫), মোঃ সুমন (২২) ও শুভ বেপারী (২৮) কে আলামত সহ গ্রেফতার করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ডাকাতির প্রস্তুতি কালে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়।
(একে/এসপি/মে ১০, ২০২৫)