রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে দখলবাজদের হাত থেকে নিজের পৈতৃক ভিটা জমি ও প্রাণ বাঁচাতে কোতয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন সাহিদ বেপারি নামের এক ভুক্তভোগী। আজ শনিবার দুপুরের দিকে ফরিদপুর কোতয়ালি থানায় হাজির হয়ে ওই অভিযোগটি করেন তিনি।

অভিযোগে সত্যতা নিশ্চিত করে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ উজ্জামান জানিয়েছেন, 'অভিযোগটি তদন্ত করে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

সাহিদ বেপারি ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের পুর্ব আজলবেড়া গ্রামের মৃত রমজান বেপারীর ছেলে।

ভুক্তভোগী সাহিদ বেপারি একই গ্রামের বাসিন্দা ও প্রতিবেশি আট ব্যক্তিকে আসামি করেছেন অভিযোগে। যাদের নামে ওই অভিযোগটি করা হয়েছে তারা হলেন: মৃত শুকুর বেপারির পুত্র ইউসুফ বেপারি, তৈয়ব বেপারি ও ইয়াসিন বেপারি, মৃত আখের আলী বেপারির পুত্র হানিফ বেপারি ও কাশেম বেপারি, ইউসুফ বেপারির পুত্র ইয়াকুব বেপারি এবং সাহেদ আলী শেখ এর পুত্র আছিরদ্দীন শেখ ও কামাল শেখ।

ভুক্তভোগীর প্রধান অভিযোগ তার জমিতে জোর দখলপূর্বক পাকা ঘর তোলার চেষ্টা, বাধা দিলে গালিগালাজ, হুমকি-ধামকি, দেশীয় অস্ত্র নিয়ে হত্যার চেষ্টা, এবং প্রতিনিয়ত হত্যার হুমকি দিয়ে যাওয়া প্রভৃতি।

থানায় দেওয়া ওই অভিযোগে জমির তফসিল উল্লেখ করে ভুক্তভোগী সাহিদ জানান, ফরিদপুর সদর উপজেলার ২৪ আজলবেড়া মৌজার এসএ ৪৪ নম্বর খতিয়ানের দাগ নং ৬৬৮; জমির পরিমান ১৯ শতাংশ, দাগ নং ৬৪৭; ২২ শতাংশ, দাগ নং ৬৪৫; জমির পরিমান ১০ শতাংশ, দাগ নং ৬৪৬; জমির পরিমান ৬৪ শতাংশ এবং এতে মোট জমির পরিমান ১১৫ শতাংশ যার মধ্যে দাবিকৃত জমির পরিমান ৫৮ শতাংশ। এছাড়া, বিএস খতিয়ান- ৪৪১ এ বিএস দাগ ২২৯৩; জমির পরিমান ১৯ শতাংশের মধ্যে ১৮ শতাংশ দাবিকৃত। বিএস দাগ ২২৯৪; জমির পরিমান ২২ শতাংশের মধ্যে দাবিকৃত ২১ শতাংশ ও বিএস দাগ ২২৯৫ জমির পরিমান ৭৪ শতাংশের মধ্যে ৩৭ শতাংশ দাবিকৃত।

এ বিষয়ে ভুক্তভোগী সাহিদ বেপারি জানান, 'এলাকার আধিপত্য বিস্তার করে অবৈধভাবে জোরপুর্বক জমি দখলকারীদের হাত থেকে আমি নিজের ও পরিবারের সদস্যদের জান-মালের নিরাপত্তা এবং আমাদের দুই ভাইয়ের পৈতৃক সম্পত্তির রক্ষার নিশ্চয়তা চাই।' এছাড়া, বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়ে ফরিদপুরের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী সাদিক।

(আরআর/এসপি/মে ১০, ২০২৫)