'প্রাথমিকে মানসম্মত শিক্ষা নিশ্চিত হলেই কেবল আগামীর সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখা সম্ভব'

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : প্রাথমিকে মানসম্মত শিক্ষা নিশ্চিত হলেই কেবল আগামীর সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন ফরিদপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম।
শনিবার জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় শফিকুল এসব কথা বলেন।
ফরিদপুর সদর উপজেলা শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে ভারপ্রাপ্ত ইউএনও শফিকুল ইসলাম আরও বলেন, 'সুশৃঙ্খল ও মানসম্মত প্রাথমিক শিক্ষা একটি শিশুকে ভবিষ্যতে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলার শক্তিশালী সূচনা বা অন্যতম প্রধান ভিত্তি।'
অনুষ্ঠানে সদর উপজেলা শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন উপস্থিত প্রাথমিক শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, 'প্রাথমিক থেকে একটি শিশুকে সুশিক্ষার পাশাপাশি সুন্দর চরিত্র গঠনে ভুমিকা রাখতে হবে শিক্ষক শিক্ষিকাদের।' এছাড়া, প্রাথমিকে যেনো কোনো শিক্ষার্থী কোনো তুচ্ছ কারণে লেখাপড়া বন্ধ করে না দেয়, সেই ব্যাপারটি খেয়াল রাখতে প্রাথমিক শিক্ষকদের প্রতি আহ্বান জানান দেলোয়ার।
ওই আলোচনা সভাটিতে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, ফরিদপুর সদরের সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. শিহাব খান, মো. মোশারফ হোসেন, কৃষ্ণচন্দ্র চক্রবর্তী, কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, তুলাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা খন্দকার, দক্ষিণ ডিক্রির চর মাধবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইমরান হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে শেষাংশে শিক্ষার্থীদের অংশগহণে সুন্দর হাতের লেখা, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, 'মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি' প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ফরিদপুরেও 'জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫' উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
(আরআর/এএস/মে ১০, ২০২৫)