নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরকে পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপান্তরের লক্ষ্যে শুরু হলো “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচি। শনিবার (১০ মে) জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “নারায়ণগঞ্জ একসময় ছিল সবুজ ও পরিচ্ছন্ন—আমরাই সেটা নষ্ট করেছি। এখন সময় এসেছে আমাদের প্রিয় শহরকে আবারও সবুজ ও পরিচ্ছন্ন করে গড়ে তোলার।”

তিনি আরও বলেন, “শুধু বড় বড় উদ্যোগ নিলেই হবে না, শহরকে পরিষ্কার রাখতে প্রতিটি ব্যবসায়ীকে তার দোকানের সামনের জায়গা পরিষ্কার রাখতে হবে। ব্যক্তিগত সচেতনতার মাধ্যমেই নগরী বদলানো সম্ভব। পাশাপাশি গাছ লাগানোকে ইবাদতের মতো গুরুত্ব দিতে হবে, জলাবদ্ধতা রোধে ড্রেন পরিষ্কার রাখতে হবে এবং খাল-বিল দখলমুক্ত করতে হবে।”

তিনি বলেন, “পরিবেশ রক্ষার পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখা, শিশুদের সঠিকভাবে গড়ে তোলা এবং সরকারী দপ্তরগুলোতেও স্বচ্ছতা নিশ্চিত করা এই উদ্যোগের অংশ।”

অনুষ্ঠানে লাঙ্গলবন্দ স্নান উৎসবে সহায়তাকারী বিভিন্ন সংগঠনকে ক্রেস্ট প্রদান করা হয়।

উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন মুশিউর রহমান, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

(এমএস/এএস/মে ১০, ২০২৫)