স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরের ঝিকরগাছায় বাজার দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। গত শনিবার বিকেলে উপজেলার ছুটিপুর বাজারের জামতলা মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আজ রবিবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় গুরুত্বর আহত আশাদুল হক আশা (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

নিহত আশাদুল হক আশা বালিয়া গ্রামের মৃত আতাউল হকের ছেলে। সংঘর্ষে তার বড় ভাই মহিদুল ইসলাম গুরুতর জখম হয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় নিহতের বোন নাসিমা বেগম বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে এজাহারভুক্ত ছয়জন আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, ছুটিপুর গ্রামের আহম্মদ আলী (৬০) ও রাকিব (২০), কাগমারি গ্রামের ওলিয়ার রহমান (৫২) ও শাহাঙ্গীর (৪৫), এবং মোহাম্মদপুর গ্রামের জোনাব আলী (৫৫) ও আরব আলী (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আশা আওয়ামী লীগের শাসনামলে বাড়ি বিক্রি করে এলাকা ছেড়ে ওমানে পাড়ি জমান। গত ৫ এপ্রিল তিনি দেশে ফেরেন।

শনিবার বিকেলে ছুটিপুর বাজারে বিএনপির কার্যালয় থেকে নেতাকর্মীদের নিয়ে মহিদুলকে সঙ্গে নিয়ে একটি মহড়া বের করেন আশা। এসময় বিপ্লবের নেতৃত্বাধীন বিএনপির অপর একটি পক্ষ তাদের গতিরোধ করে। এই ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও পরে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। সংঘর্ষে ইট-পাটকেল নিক্ষেপের পাশাপাশি দেশীয় অস্ত্রের ব্যবহারও দেখা যায়। এতে আশা ও মহিদুল গুরুতরভাবে জখম হন।

প্রত্যক্ষদর্শী মহিদুল ইসলামের ছেলে শান্ত ইসলাম অভিযোগ করে বলেন, ছুটিপুর বাজারের জামতলা মোড়ে মোহন, নসু, বিপ্লব ও সাদ্দামসহ পাঁচজন মিলে তার বাবা ও চাচাকে কুপিয়ে আহত করে। পরবর্তীতে তাদেরকে দড়ি দিয়ে বেঁধে ভ্যানে করে হাসপাতালে পাঠানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক আটলিয়া গ্রামের এক বাসিন্দা জানান, ঝিকরগাছা থানা বিএনপির সভাপতি সাবেরা নাজমুল মুন্নির দুই অনুসারী উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মমিনুর রহমান এবং গঙ্গানন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল খানের নেতৃত্বাধীন দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বাজার দখল নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরেই শনিবারের এই সংঘর্ষ ও হত্যাকাণ্ড ঘটেছে বলে তিনি মনে করেন।

উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মমিনুর রহমান জানান, ইউনিয়নের বাজারের দুরবস্থার বিষয়টি সভাপতি সাবিরা নাজমুল মুন্নি এবং ঝিকরগাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুনকে পূর্বে জানানো হয়েছিল।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান জানান, বাজার দখলকে কেন্দ্র করেই মূলত এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় ইতোমধ্যে ছয়জন এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আরও জানান, নিহতের ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

(এসএ/এসপি/মে ১১, ২০২৫)