কানাইপুরের শিকদার বাড়িতে নিভারানি সিকদারের শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন

দিলীপ চন্দ, ফরিদপুর : ঐতিহ্যবাহী ফরিদপুরের কানাইপুর সিকদার বাড়ির পুত্রবধূ স্বর্গীয় রঞ্জিত শিকদারের স্বধর্মিনী, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংগঠক নিতাই শিকদার রতনের মা নিভারানি শিকদার এর শ্রাদ্ধ অনুষ্ঠান আজ রবিবার দিনব্যাপী শিকদার বাড়িতে সম্পন্ন হয়েছে। বৈদিক শাস্ত্রের নিয়ম ও বিধান মেনে প্রয়াতর বিদেহী আত্মার শান্তি কামনা ও ধর্মীয় আচার আচরণের মধ্য দিয়ে হাজারো মানুষের অংশগ্রহণে শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সকাল থেকে বিকেল পর্যন্ত ফরিদপুরের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে শিকদার বাড়ি হয়ে ওঠে মানুষের ভালবাসার কেন্দ্র।
প্রয়াত নিভারনী শিকদারের পরিবারের পক্ষ থেকে হাজারো মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে রতন শিকদার নিতাই বলেন, আমরা মানুষের সেবক হিসেবে আমি তো এই অঞ্চলের মানুষের সাথে ভালোবাসার সেতুবন্ধনে কাঁধে কাঁধ রেখে যেমন আমার পূর্বপুরুষ কাজ করে গেছে আমরাও মানুষের অন্তরে মিলে যাবার প্রীতিতে কাজ করে যাব।
(ডিসি/এএস/মে ১২, ২০২৫)