প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : এক বছরের শিশু তানহা আক্তারকে দেড় লাখ টাকার বিনিময়ে বিক্রি করলো পাষন্ড পিতা কাইয়ুম বিশ্বাস, বাচ্চা ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছে মা পপি বেগম। ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের রামপাশা গ্রামে। এ ঘটনায় ফরিদপুর আদালতে একটি মামলা দায়ের করেছেন মা পপি বেগম। তার পর থেকেই উদ্ধারের তৎপরতা বাড়ায় নগরকান্দা থানা পুলিশ।

রবিবার (১১ মে) বিকাল ৩ টায় নগরকান্দা থানা পুলিশ ও ফরিদপুর র ্যাব ১০ এর যৌথ অভিযানে তানহা আক্তার (১) নামে বাচ্চাটি উদ্ধার করা হয়।

গত ৬ মাস ধরে বিভিন্ন দ্বারে দ্বারে খুঁজে বেড়ানো মা পপি আক্তার উদ্ধারকৃত বাচ্চাটির কাছে পেয়ে অতি আনন্দে সকলের প্রতি নামাজ পড়ে দোয়া ও মোনাজাতের কথা বলেন তিনি।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ সফর আলী প্রতিবেদক কে জানায়, আপনারা আমাদের সাথে শ্রম দিয়েছেন, ফরিদপুর র‌্যাব ১০ এর যৌথ অভিযানে বাচ্চাটি উদ্ধার করা হয়েছে। আগামীকাল বিজ্ঞ আদালতে বাচ্চাটি প্রেরণ করা হবে। তবে বাচ্চার দাবিদার দুইজন মা। পরবর্তীতে আদালত সিদ্ধান্ত নেবে কাকে দিবে।

(পিবি/এএস/মে ১২, ২০২৫)