সোনাতলায় পৃথক মামলায় গ্রেফতার ২

বিকাশ স্বর্নকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় নাশকতা মামলায় আতাউর রহমান আতা (৪৫)কে গ্রেফতার করে পুলিশ। আতাউর রহমান আতা উপজেলার বালুয়া ইউনিয়নের দক্ষিণ আটঘরিয়া গ্রামের মৃত সিফাত উল্লাহ এর ছেলে এবং সাবেক ইউপি চেয়ারম্যান আঃ আজিজ এর জামাতা।
পুলিশ জানিয়েছেন, গত বছর ডিসেম্বর মাসে তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ সংলগ্ন বিএনপির রাজনৈতিক কার্যালয় ভাঙচুর ও অগ্নি সংযোগের দুটি মামলায় আতা এজাহার নামীয় আসামি। মামলার পর থেকে আতা আত্নগোপনে ছিলো। গত (১১ই মে) রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ অভিযান চালিয়ে আতাউর রহমান আতাকে গ্রেফতার করে।
এদিকে রবিবার (১১০ গ্রাম) গাঁজা সহ উপজেলার সোনাকানিয়া গ্ৰামের মৃত কাসেম এর ছেলে আবু তালেব (৫৫)কে গ্রেফতার করে পুলিশ।
আতাউর রহমান আতা ও তালেবকে গ্রেফতার এর বিষয়টি নিশ্চিত করে সোনাতলা থানার অফিসার ইনচার্জ ওসি মিলাদুন-নবী জানান, আতাউর রহমান আতাকে নাশকতা মামলায় ও আবু তালেবকে গাঁজা সহ গ্ৰেফতার করা হয়। পরে পুলিশী পাহারায় তাদের আদালতে প্রেরণ করা হয়।
(বিএস/এসপি/মে ১২, ২০২৫)