ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ের সাংবাদিক দীপক চন্দ্র পালের মাতা বাসন্তী রাণীর পালের ২৫তম মৃত্যুবার্ষিকী ১৩ মে মঙ্গলবার। তার মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে পারিবারিক ভাবে এক স্মরন অনুষ্ঠানের আযোজন করা হবে। সকালে এ অনুষ্ঠানে সকলকে যথা সময়ে অংশ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

ধামরাইয়ের সাংবাদিক দীপক চন্দ্র পালের মাতা বাসন্তী রাণীর পাল ২০০০ সালের ১৩ মে ভোর সাড়ে চারটায় ধামরাই চৌদালী পাড়ায় নিজ গৃহে মৃত্যু বরণ করেন। ওই দিনই বিকেলে ধামরাই পৌর মহা শশ্মানে বাসন্তী রাণীর পালের লাশ দাহ কার্য সম্পন্ন করা হয়েছে। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দেড় মাস ধরে উচ্চ রক্তচাপে ভোগ ছিলেন।

মৃত্যুকালে তিনি সাংবাদিক দীপক চন্দ্র পাল ও দিলীপ চন্দ্র পাল, এক মেয়ে সন্ধ্যা রাণী পাল সহ তিন সন্তান রেখে গেছেন। ৮ সন্তানের মধ্যে কয়েক বছর পুর্বে ৫ জন মৃত্যু বরণ করেছেন।

(ডিসিপি/এসপি/মে ১২, ২০২৫)