রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে জোর করে মায়ের কোল থেকে কেড়ে নেওয়া আট মাসের শিশু তানহা আক্তারকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-১০)।

আজ সোমবার সকালের দিকে এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব-১০ এর মিডিয়া বিভাগের সহকারি পরিচালক ও সহকারি পুলিশ সুপার শামীম হাসান সরদার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত রবিবার (১১ মে) সন্ধ্যায় ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয় বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গত ২ নভেম্বর (২০২৪) ফরিদপুর জেলার নগরকান্দা থানার রামপাশা এলাকায় পপি বেগম (৩৭) এর সহিত তার স্বামী মো. কাইয়ুম বিশ্বাস (৪০) এর খোলা তালাক হয় এবং তার শিশু কন্যা তানহা আক্তার (৮ মাস)'কে তার স্বামী মো. কাইয়ুম বিশ্বাস জোর করে রেখে দেয়। পরবর্তীতে পপি বেগম তার কন্যাকে আনতে গেলে তার সাবেক স্বামী তার কন্যা তানহা'কে দিতে অস্বীকৃতি জানায়। পপি বেগম তার কন্যা শিশুকে উদ্ধারের নিমিত্তে বিজ্ঞ আদালতে নগরকান্দা পিটিশন নং- ৪১১/২৪, ধারা- ফৌজদারি কার্যবিধি ১০০, তারিখ: ৪ মে ২০২৫ ইং দাখিল করেন। অত্র পিটিশনের তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে রবিবার (১১ মে) সন্ধ্যা ৫ টা ১০ মিনিটের দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ফরিদপুর জেলার কোতোয়ালি থানার নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তানহা আক্তার (৮ মাস)'কে উদ্ধার করে।

উদ্ধারকৃত ভিকটিমকে ফরিদপুর জেলার নগরকান্দা থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, র‌্যাব শিশুটিকে আমাদের কাছে হস্তান্তর করার পর আমরা তাকে আদালতে পাঠিয়ে দিয়েছি।'

এক প্রশ্নের জবাবে ওসি সফর আলী উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, শিশু তানহাকে তার বাবা মো. কাইয়ুম বিশ্বাস দেড় লাখ টাকায় বিক্রি করেছিলেন কিনা সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে শিশুটি কেউ দত্তক নিয়েছেন বলে শুনেছি।'

তিনি আরও জানান, 'আলাদতে মামলা হয়েছে আমরা উদ্ধার করে আলাদতে সোপর্দ করেছি, বাকিটা বিজ্ঞ আদালতের বিষয়।'

(আরআর/এসপি/মে ১২, ২০২৫)