সোনাতলায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন

বিকাশ স্বর্নকার, সোনাতলা : বগুড়া সোনাতলায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল ও গম সংগ্রহ ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। (১৩ মে) মঙ্গলবার সকাল সাড়ে দশটায় খাদ্য বিভাগের আয়োজনে ধান চাল গম ক্রয়ের শুভ উদ্বোধন করেন উদ্বোধক ও উপজেলা সংগ্ৰহ ও মনিটরিং কমিটি সভাপতি উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক।
অফিস সূত্রে জানা গেছে,এবার কৃষি অ্যাপস এর মাধ্যমে এ উপজেলার কৃষকেরা সরাসরি আবেদন করতে পারবেন। এবার কৃষকের কাছ থেকে প্রতি কেজি বোরো ধান ৩৬টাকা এবং চাল ৪৯টাকা দরে সংগ্রহ করবে খাদ্য বিভাগ।
উদ্বোধন শেষে উপজেলা ধান-চাল সংগ্ৰহ ও মনিটরিং কমিটির সভাপতি ইউএনও স্বীকৃতি প্রামাণিক বলেন, এবার উপজেলার দুটি গুদামে ৬শ ৭৫মেঃ টন বোরো ধান ও ২হাজার ৫শ ৬৩মেঃ টন চাল নেয়া হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন জানান, সরাসরি এ উপজেলার কৃষক তাদের জাতীয় পরিচয় পত্র নাম্বার দিয়ে অ্যাপসে তাদের ধান বিক্রির জন্য পরিমাণ উল্লেখ করে আবেদন করবেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহেদুর রহমান বলেন,সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে এবছর কৃষকের কাছ থেকে ধান নেয়া হবে এবং বিভিন্ন এলাকায় মাইকিং এর মাধ্যমে প্রচার করা হবে।এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা এলএসডি খাদ্য গুদামের ইনচার্জ জালাল উদ্দিন সরদার ও হরিখালী এলএসডি খাদ্য গুদামের ইনচার্জ আবু সাইদ খন্দকার।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং চাউল কল মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পুটু,যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুল করিম টফিসহ বিভিন্ন মিল মালিক এবং খাদ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।
(বিএস/এএস/মে ১৩, ২০২৫)