গৌরনদীতে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্ধোধন
.jpg)
আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বরিশালের গৌরনদীতে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্ধোধন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার দুপুরে ফিতা কেটে মেলার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরী।
এর আগে উপজেলা চত্বর থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীনসহ অন্যান্যরা। মেলায় ৮টি ষ্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
(টিবি/এসপি/মে ১৩, ২০২৫)