পিরোজপুর ইউনিয়ন কৃষি পরামর্শ কেন্দ্রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

নির্মল কুমার সাহা, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কৃষি পরামর্শ কেন্দ্রে উপসহকারী কৃষি কর্মকর্তা মির্জা মাহবুবুর রহমান মামুন ও মাঠকর্মী জেসমিন আকতার-এর বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
স্থানীয় কৃষকরা অভিযোগ করে বলেন,আমাদের প্রয়োজনে কোনদিনও আমরা কৃষি কর্মকর্তাদেরকে অফিসে পাইনি। তাদেরকে পেতে হলে আগে মুঠোফোনে সাক্ষাতের সময় নিতে হয়।
পিরোজপুর ইউনিয়ন কৃষি পরামর্শ কেন্দ্রের মির্জা মাহবুবুর রহমান মামুন ও মাঠকর্মী জেসমিন আকতার একই কর্মস্থলে প্রায় ১৬ বছর ধরে কর্মরত। সেই সুবাধে তারা অনিয়মকেই নিয়মে পরিনত করেছেন। প্রয়োজনের সময় গেলে অফিস বন্ধ,বারবার গিয়ে ফিরে আসতে হয়,অথচ কাগজে-কলমে অফিস চলছে!
সরেজমিনে আজ মঙ্গলবার সকালে পরামর্শ কেন্দ্রে তাদের না পেয়ে উত্তরাধিকার ৭১ নিউজের প্রতিনিধি মুঠোফোনে কথা বলতে চাইলে তারা বিরক্তি প্রকাশ করেন এবং কোন তথ্য না দিয়ে ফোন রেখে দেন।
সময়মত অফিস না করা, কৃষি উপকরণ বিতরণে পক্ষপাতিত্ব ও প্রণোদনা প্রকল্পে স্বজনপ্রীতির অভিযোগ করেন কৃষকরা। তারা বলেন, কোনো প্রণোদনা পেতে গেলে অফিসের দালালের মাধ্যমে যোগাযোগ করতে হয়। আর সরাসরি গেলে নানা বাহানা করে ফিরিয়ে দেয়া হয়।
সোনারগাঁ উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ'র বক্তব্য হলো, আমি সোনারগাঁয়ে নতুন, খোঁজ নিবো, উল্লেখিত বিষয়টি সঠিক হলে ব্যবস্থা নেয়া হবে।
(এনকেএস/এসপি/মে ১৩, ২০২৫)