ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব বিষ্টু কুমার সরকারের মাতা অনুরূপা রানী সরকার (১০৫) মঙ্গলবার (১৩ মে) সকাল ৮টার দিকে অরোণকালাস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে পরলোক গমন করেছেন।

মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৪ কণ্যা, নাতি-নাতনী, আত্মীয়-স্বজন ও বহুগুণগ্রাহি রেখে গেছেন। দুপুর দেড়টার দিকে ঈশ্বরদী পৌর শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

তাঁর মৃত্যুতে বিএনপি নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার, বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপি’র আহব্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও পৌর মেয়র মোকলেছুর রহমান বাবলু, পাবনা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, পৌর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নুসহ ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি, দলীয় ও অংগ সংগঠনের সকল পর্যায়ের নেতা ও কর্মী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

(এসকেকে/এসপি/মে ১৩, ২০২৫)