ফরিদপুরে বৈষম্যবিরোধী কর্মী সাজ্জাদকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলন এর কর্মী ও অনলাইন টিভি চ্যানেল এ ওয়ান এর প্রতিনিধি মো. সাজ্জাদ হেসেন (৪১) কে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১২ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সাজ্জাদকে বাসা থেকে ডেকে এনে তার ওপর এর হামলা চালিয়ে এলোপাথারি কোপাতে থাকে দুর্বৃত্তরা। এসময় তার আত্ম চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কিছুক্ষণ পর অবস্থার অবনতি হলে তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মো. সাজ্জাদ হোসেন ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ উজ্জামান উত্তরাধিকার ৭১ নিউজকে জানিয়ে, 'হামলার ঘটনা শুনে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আমরা সাজ্জাদ হোসেনকে দেখে এসেছি। এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ পাইনি।' অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি আসাদ।
(আরআর/এসপি/মে ১৩, ২০২৫)