রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় মধ্যরাতে কিশোর গ্যাংয়ের হামলায় আহত দুজনের মধ্যে রায়হান শেখ (১৭) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে এই হামলায় মৃতের সংখ্যা দাঁড়ালো দুইয়ে। একই ঘটনায় এ পর্যন্ত মারা যাওয়া দুজনই কিশোর।

মঙ্গলবার (১৩ মে) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রায়হান মারা যায় বলে ভাঙ্গা থানার পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে। নিহত রায়হান ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের থানমাত্তা গ্রামে ফখরুদ্দিন শেখ ওরফে ফকু শেখের ছেলে বলে জানা গেছে।

এর আগে গত শনিবার (১০ মে) রাতে কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্যরা ইয়াসিন খালাসি (১৬) কে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় আহত হয় রায়হান শেখ (১৭) সহ তার ভাগিনা সাকিল মাতুব্বর (১৬)।
এদিকে, ওই হামলার ঘটনায় প্রথম হত্যার শিকার কিশোর ইয়াসিন খালাসির বাবার করা হত্যা মামলার অন্যতম আসামি ইসমাইল বেপারি (১৮) কে সোমবার (১২ মে) সন্ধ্যা সাতটার দিকে রাজশাহী গ্রেপ্তার করে র‍্যাব। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত ইসমাইলকে ভাঙ্গা থানায় হস্তান্তর করে র‍্যাব।

ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেউত্তরাধিকার ৭১ নিউজকে জানান, এখন পর্যন্ত ওই হামলায় হওয়া হত্যা মামলায় ইসমাইল বেপারি (১৮) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে বুধবার (১৪ মে) আদালতে সোপর্দ করা হবে।' এই হত্যা মামলায় বাকী আসামিদের ধরতে কাজ করছে পুলিশ বলেও জানান ওসি আশরাফ।

(আরআর/এএস/মে ১৪, ২০২৫)