ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে ফরিদপুরে ছাত্রদলের বিক্ষোভ

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এর শিক্ষার্থী ও স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, শাহরিয়ার আলম সাম্যকে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার এবং দ্রুত বিচারের দাবিতে, ফরিদপুরে ছাত্রদলের এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উক্ত কর্মসূচির আয়োজন করে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদল।
বুধবার বেলা ১২ টার দিকে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরুখ নিলয় ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানেয় মিছিল পরবর্তী এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- ফরিদপুর মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুনিব হাসান সোহাগ, ফরিদপুর মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাফাত জোবায়ের, ফরিদপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সাদ্দাম, ইডেন মহিলা কলেজের ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা সুমাইয়া ইসলাম মিনা, ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি অনিক খান জিতু, ফরিদপুর মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম, ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন, ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস প্রমুখ।
এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা মঙ্গলবার (১৩ মে) দিবাগত মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাম্যকে দুর্বৃত্তকারীরা নির্মমভাবে হত্যার প্রতিবাদ করে জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন। সাম্য হত্যার বিচার না হলে ছাত্রদল রাজপথে আরো কঠোর আন্দোলন সংগ্রামের ডাক দিবে বলে জানানো হয়।
(আরআর/এএস/মে ১৪, ২০২৫)