রাঙ্গামাটি প্রতিনিধি : পার্বত্য জেলা রাঙ্গামাটি লংগদুতে বজ্রপাতে তানজিনা আক্তার (২০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ মে) দুপুরে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া চৌদ্দ নাম্বার বিলে কৃষি জমিতে কাজ শেষে বাসায় ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়।

মৃত তানজিনা মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া ৮নম্বর ওয়ার্ডের জামালপুর টিলার মোহাম্মদ হৃদয়ের স্ত্রী বলে জানা গেছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বিলে কাজ করতে যায় তানজিনা। দুপুরে আকাশের অবস্থা খারাপ দেখে বাড়ির উদ্দ্যেশে রওনা করলে পথিমধ্যে বৃষ্টি শুরু হওয়ায় বজ্রপাত হয়। তখনি তিনি অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লংগদু থানার ওসি (তদন্ত) স্বরজিৎ দেব জানান, খুবই মর্মান্তিক ঘটনা। আমাদের পুলিশ কাজ করছে। পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

(আরএম/এএস/মে ১৪, ২০২৫)