বিকাশ স্বর্নকার, সোনাতলা : বগুড়ার সোনাতলার দুজন রং মিস্ত্রী চলন্ত ট্রেন থেকে পড়ে মুমূর্ষ অবস্থায় বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি আছেন।

এরা হলেন, উপজেলার সিচারপাড়া গ্ৰামের নান্টু মিয়ার ছেলে ওয়াসিম হোসেন(৩০) ভেলুরপাড়ার মোঃ মতিনের ছেলে সোহাগ মিয়া (১৮)।

গাবতলী রেলওয়ের স্টেশন মাস্টার আরাফাত রহমান জানান, গত (১৩ই মে)মঙ্গলবার সকালে বোনারপাড়া - শান্তাহারগামী লোকাল কলেজ ট্রেনটিতে ভেলুরপাড়া রেল-ষ্টেশন হতে সোহাগ ও ওয়াসিম নামের দুজন রংমিস্ত্রি ট্রেনের ছাদে দাঁড়িয়ে বগুড়ায় যাচ্ছিলেন। ট্রেনটি গাবতলী রেল-স্টেশন হতে ছাড়ার পর আউট সিগন্যালের সন্নিকটে রেললাইন এর উপর দিয়ে প্রবাহিত তারে দাঁড়িয়ে থাকার কারণে জরিয়ে মাটিতে তারা ছিটকে পড়ে।

আহত সোহাগ মিয়ার বাবা মতিন মিয়া জানান, আমার ছেলে সোহাগ ও ওয়াসিম এরা দুজন বগুড়ায় রংমিস্ত্রির কাজ করে। প্রতিদিনের ন্যায় গত পরশু মঙ্গলবার সকালে লোকাল ট্রেনের ছাদে দাঁড়িয়ে যাবার সময় গাবতলী রেল-লাইনের উপর দিয়ে প্রবাহিত তারে জড়িয়ে মাটিতে ছিটকে পড়ে সোহাগ চোখে মারাত্মক আঘাত পায় ও হাত-পা ভেঙে যায় এবং ওয়াসিম মাথায় প্রচন্ড আঘাত পায় সেই সাথে তারও হাত-পা ভেঙ্গে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদের মুমূর্ষ অবস্থায় গাবতলী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

তিনি আরো বলেন, সৃষ্টিকর্তার অশেষ রহমতে ওরা দুজন বর্তমান একটু সুস্থ্য আছে। বগুড়া জিআরপি ফাঁড়ি ইনচার্জ এসআই শফিক আহমেদ ঘটনা নিশ্চিত করে বলেন বিষয়টি আমি জানতে পেরে খোঁজ নিয়েছি তারা দুজন এখন কিছুটা সুস্থ্য।

(বিএস/এসপি/মে ১৪, ২০২৫)