স্টাফ রিপোর্টার : জামালপুর জেলা তথা ময়মনসিংহ বিভাগের অন্যতম প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান, ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজের দুইদিন ব্যাপী বির্তক কর্মশালা আজ বুধবার দুপুরে শেষ হয়েছে। প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠিত সমাপনী দিবসে মোট ৭০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

ডিবেট কর্মশালার উদ্বোধনী পর্ব গতকাল মঙ্গলবার সেমিনার কক্ষে পরিচালিত হয়। কর্মশালার উদ্বোধক এবং সমাপনী দিনে প্রধান অতিথি থেকে অনুপ্রেরণা, উৎসাহ এবং উদ্দীপনামূলক বক্তব্য রাখেন অধ্যক্ষ কর্নেল মোঃ রশিদুল ইসলাম খান এসজিপি, পিএসসি(অবঃ)।

মূখ্য প্রশিক্ষক ও বিশেষ অতিথি হিসেবে কর্মশালার সার্বিক সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট নাট্যকার, লেখক ও গবেষক রহিম আব্দুর রহিম।

ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজের ডিবেট ক্লাব আয়োজিত কর্মশালায় ক্লাবের আহ্বায়ক ও প্রতিষ্ঠানের ইংরেজি বিভাগের প্রভাষক ইমরান আলম রোজ প্রতিটি পর্বে সভাপতিত্ব করেন।

দুইদিন ব্যাপী কর্মশালার সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন, বিতর্ক ক্লাবের অন্যতম প্রশিক্ষক মোঃসাঈদ হোসেন। ১২টি গ্রুপে মোট ৭০ জন তার্কিক এবং বিতার্কিক বাংলা এবং ইংরেজি ভাষায় বিতর্ক করার কলাকৌশল রপ্ত করে। শেষ দিন পরিচালিত হয় বির্তক উৎসব। উৎসবে বিচারক, সঞ্চালক, উপস্থাপক সবই কিছুই শিক্ষার্থী দ্বারাই পরিচালিত হয়।

পরে মূখ্য প্রশিক্ষক, রহিম আব্দুর রহিমকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক প্রদান করেন অধ্যক্ষ কর্নেল মোঃ রশিদুল ইসলাম খান এসজিপি, পিএসসি (অবঃ)।

এসময় শিক্ষার্থীদের পক্ষে নেতৃত্ব দেয় উৎসবের শ্রেষ্ঠ বিতার্কিক ৮ম শ্রেণির ফারদিন মন্ডল। মূখ্য প্রশিক্ষকও পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার ও ষড়ঋতু জগদল এর পক্ষ থেকে প্রতিষ্ঠানের সুদক্ষ অধ্যক্ষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ কর্নেল মোঃ রশিদুল ইসলাম খানকে ফুলেল শুভেচ্ছা জানান মূখ্য প্রশিক্ষক।

(আরএআর/এসপি/মে ১৪, ২০২৫)