চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে এক নারী মাদক ব্যবসায়ী ও এক সেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী। 

এর আগে আজ বুধবার দুপুরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের আসাদুল ইসলামের স্ত্রী মাদক ব্যবসায়ী পারভীন খাতুন ও একই এলাকার মৃত শাহ আলমের ছেলে আবু বক্কর সিদ্দিককে আটক করে মাদ্রক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ঈশ^রদী সার্কেল) এর সদস্যরা।

জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার জগতলা এলাকায় নিজ বাড়িতে বসে গাঁজা বিক্রি করে আসছিল পারভীন খাতুন। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বুধবার দুপুরে ওই বাড়িতে অভিযান চালান মাদ্রক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ঈশ^রদী সার্কেল) এর সদস্যরা। এ সময় মাদক সেবনরত অবস্থায় আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পারভীন খাতুনের বাড়ি থেকে গাঁজা উদ্ধার করা হয় এবং তাকেও আটক করা হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে পৌঁছে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক বিক্রির অভিযোগে পারভীন খাতুনকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড এবং মাদক সেবনের অভিযোগে আবু বক্কর সিদ্দিককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট্র মুসা নাসের চৌধুরী। এছাড়া জব্দকৃত গাঁজা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

(এসএইচ/এসপি/মে ১৪, ২০২৫)